একে কাওসার: হবিগঞ্জে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সংঘটনের অংশগ্রহনে জাতীয় নৃত্যনাট্য উৎসব উদযাপন করা হয়েছে। তৃতীয় বারের মতো উৎসবটি আয়োজন করেছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা।
শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্যনাট্য উৎসব ও সংবর্ধনা অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সুমন এবং শাহ আলম মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি। বিশেষ অতিথি, পুলিশ সুপার বিধান ত্রিপুরা (পিপিএম), স্থানীয় সরকার উপ-পরিচালক সফিউল আলম, নৃত্য শিল্পী সংস্থা ঢাকা সাধারন সম্পাদক মাহফুজুর রহমান। সভাপতিত্ব করেন সংঘটনের জেলা শাখার সভাপতি গৌতম আচার্য, সাধারন সম্পাদক গৌতম দাশ সুমন অন্যান্যরা ।
এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে নৃত্যশিল্পী সংস্থার অন্যতম নৃত্যনাট্য সাপুরিয়ার খেলা প্রদর্শন সহ দর্শকের দৃষ্টি নন্দিত ’মহুয়া সুন্দরী’। উৎসবের উদ্বোধনী ও সংবর্ধনা পর্ব শেষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার শিল্পীরা মঞ্চে পরিবেশন করেন নৃত্যনাট্য ‘মহুয়া সুন্দরী’।