লোকালয় ২৪

হবিগঞ্জ শহরের ঘাটিয়া এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা কাজ চালিয়েছে পৌরসভা

হবিগঞ্জ শহরের ঘাটিয়া এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা কাজ চালিয়েছে পৌরসভা

লোকালয় ডেস্কঃ হবিগঞ্জ শহরের ঘাটিয়া এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা কাজ চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। শনিবার সকাল থেকে এ পরিচ্ছন্নতা কাজ শুরু হয়। বেলা ১২ টায় মেয়র আলহাজ্ব জি, কে গউছ এলাকা পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর দীলিপ দাস, গৌতম কুমার রায়সহ এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ। গত ১৯ তারিখ ঘাটিয়া বাজারে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালায় হবিগঞ্জ পৌরসভা। ওইদিন এলাকাবাসী ঘাটিয়া এলাকার ভিতর পরিচ্ছন্নতা কাজ চালানোর জন্য মেয়রকে অনুরোধ জানায়। এরই প্রেক্ষিতে মেয়র আলহাজ্ব জি, কে গউছ পৌরসভার পক্ষ থেকে ঘাটিয়া এলাকার ভিতর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নেন। পরিচ্ছন্নতা কাজ চলাকালে মেয়র ড্রেনে ময়লা আবর্জনা না ফেলে সিডিসি’র ভ্যান গাড়ীতে দেয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান। এ সময় ঘাটিয়া বাজারে রাস্তায় আবর্জনা নিক্ষেপকারী চিহ্নিত করে তাদের সতর্ক করে দেন মেয়র। ফলে তারা মেয়রের সামনেই তাৎক্ষনিক আবর্জনা সরিয়ে নেয়। এছাড়াও ঘাটিয়া বাজারে রাস্তার গর্তভরাটে গত সপ্তাহের পর এ সপ্তাহে আরেক দফা ইট ভরাটের উদ্যোগ নেয়া হয় পৌরসভার পক্ষ হতে।