মাধবপুর প্রতিনিধি -হবিগঞ্জ মাধবপুরে পুলিশের অভিযানে এক মহিলা মাদক ব্যাবসায়ীকে ৫০কেজি গাজাসহ আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়,মাধবপুর উপজেলার হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃগোলাম মোস্তফার নেতৃত্বে এ এস আই জিয়াউর রহমান,এ এস আই মোঃ শরীফ উদ্দীনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৪ই জুলাই(বুধবার) সন্ধ্যায় মাদক পাচারের বিষয়টি অবগত হন অভিযান পরিচালনাকারী এই টিম।তাই তারা পাচার হওয়া রোড উপজেলার ৩নং বহড়া ইউনিয়নের মনতলা টু মাধবপুর গামী রাস্তা অবস্হান নেন এবং গ্রেফতারকৃত মহিলা সন্দেহ হলে আটক করে তল্লাশি চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ৫০কেজি গাঁজা সহ আটক করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ী মহিলা হলো মোছাঃ-জোহুরা খাতুন(৪৫)।
আটককৃত মহিলা বহরা ইউনিয়নের মেরাশানী গ্রামের মোঃ আবুল কায়েত ওরফে মানিক মিয়ার স্ত্রী।এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃআব্দুর রাজ্জাক সাথে যোগাযোগ করা হলে,তিনি এই বিষয়টি নিশ্চিত করেন এবং তার বিরুদ্ধে মাদক নিয়ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পেরণ করা হবে।