সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ ভিন্ন জায়গায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমা‌বেশ পুলিশের।

হবিগঞ্জ ভিন্ন জায়গায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমা‌বেশ পুলিশের।

হবিগঞ্জ ভিন্ন জায়গায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমা‌বেশ পুলিশের।

মোঃ সনজব আলীঃ হবিগঞ্জ ভিন্ন জায়গায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমা‌বেশ পুলিশের।ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার (১৭ অক্টোবর) দেশব্যাপী সমাবেশ করবে পুলিশ। ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় এ সমাবেশ করেন।বক্তব্য রাখেন রবিউল ইসলাম পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ সদর সর্কেল হবিগঞ্জ, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী , অফিসার ইনচার্জ সাহিদ , সাইফুল, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর , ৮নং ওয়ার্ড আ’লীগের চৌধুরী,

শনিবার ১৭ অক্টোবর) পুলিশ সদর দফতর থেকে দেওয়া সাংবাদিকবৃন্দ জানানো হয়, সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে দেশের সব বিটে একযোগে শনিবার সকাল ১০টায় ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানাবেন এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করবেন। প্রতি‌টি সমা‌বেশ স্ব-স্ব বি‌টের ফেসবুক পেইজে সরাস‌রি সম্প্রচার করা হ‌বে।

দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com