লোকালয় ডেস্কঃ দ্বিতীয় দিনের মতো শহরের নিউফিল্ড পার্শ্ববর্তী বড় ড্রেন পরিস্কার কাজ পরিচালনা করেছে হবিগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবারের মতো শুক্রবারও সকাল থেকে এ পরিচ্ছন্নতা কাজ শুরু হয়। সম্প্রতি অতিবৃষ্টির কারনে পৌরসভা পানি নিস্কাশনের বড় ড্রেনসমূহে পরিচ্ছন্নতা কাজ জোরদার করে। এ পরিচ্ছন্নতা কাজের আওতায় শহরের বিভিন্ন এলাকার মতো নিউফিল্ডের দক্ষিণ পার্শ্ববর্তী বড় ড্রেনে পরিচ্ছন্নতা কাজ শুরু হয় গত বৃহস্পতিবার। প্রথম দিন মেয়র আলহাজ্ব জি, কে গউছ নিউফিল্ড এলাকা পরিদর্শন করে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। এলাকা পরিদর্শনকালে তিনি ময়লা আবর্জনা ড্রেনে না ফেলে সিডিসি’র ভ্যানগাড়ীতে দেয়ার জন্য আহবান জানান। উল্লেখ্য উক্ত ড্রেনের মাধ্যমে হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ, নজির সুপার মার্কেট পার্শ্ববর্তী এলাকা, ঘোষপাড়া, মোহনপুর ও শায়েস্তানগর এলাকার একাংশসহ এক ব্যাপক অংশের পানি নিস্কাশন হয়।