লোকালয় ডেস্কঃ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে স্থায়ী কমিটির ত্রৈমাসিক সভা। মঙ্গলবার সকালে পৌরসভার সভাকক্ষে প্রথমে শুরু হয় কর নিরূপন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির সভা। সংশ্লিষ্ট কমিটির আহবায়ক শেখ মোঃ উম্মেদ আলী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পদাধিকার সদস্য হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। মেয়র তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প সম্পর্কে বলেন প্রকল্পে টিকে থাকতে যে সকল শর্তাবলী পূরণ করা প্রয়োজন তার সবগুলোই হবিগঞ্জ পৌরসভা পূরণ করছে। চলতি অর্থবছরের শেষ মূহুর্তে এসেও পৌরসভার কর আদায়ে গুরুত্বারোপ করা হচ্ছে। তিনি জুন মাস শেষ হওয়ার আগেই পৌরকর পরিশোধে করদাতাগনকে আহবান জানানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন পৌরকর পরিশোধ প্রকল্পের শর্ত পূরণ ও পৌরসভার উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। মেয়র বলেন পৌরপরিষদ, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা এবং সর্বোপরি পৌরবাসীর সহযোগিতায় হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ডকে বেগবান করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। কর নিরূপন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির সভার পর অন্যান্য স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। অর্পনা পালের সভাপতিত্বে দারিদ্র নিরসন ও বস্তি উন্নয়ন বিষয়ক অতিরিক্ত স্থায়ী কমিটি, মোঃ আবুল হাসিমের সভাপতিত্বে মৎস ও প্রাণী সম্পদ বিষয়ক স্থায়ী কমিটি, খালেদা জুয়েলের সভাপতিত্বে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটি, পিয়ারা বেগমের সভাপতিত্বে নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি সভায় পদাধিকার সদস্য হিসেবে বক্তব্য রাখেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। আরো উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর গৌতম কুমার রায় ও পৌরসভার শাখা প্রধানগন।#