লোকালয় ডেস্কঃ হবিগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে ভোটগ্রহণের কারণে পৌরসভাধীন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৩ জুন) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করে জানায়- রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব এস এম শাহীন সাধারণ ছুটির নোটিশ জারি করেন।
নোটিশে বলা হয়েছে- সোমবার (২৪ জুন) ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মর্কতা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধীকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন (সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যদি কোন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্র সমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক/কর্মচারীগণ সাধারণ ছুটির আওতা বর্হিভূত থাকবে এ শর্তে ) সাধারণ ছুটি ঘোষণা করা হল।