সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনের ভোটগ্রহন ২৪ জুন

হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনের ভোটগ্রহন ২৪ জুন

হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনের ভোটগ্রহন ২৪ জুন
হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনের ভোটগ্রহন ২৪ জুন

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তফসীল ঘোষিত হয়েছে হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনের।

তফসীল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৭ মে, প্রার্থীতা প্রত্যাহার ৯ জুন, প্রতীক বরাদ্ধ ১০ জুন এবং ভোটগ্রহন ২৪ জুন।

সোমবার রাতে এ প্রতিবেদকের সাথে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন।

তিনি জানান, আইন অনুযায়ী এবারও দলীয় প্রতীকে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, নির্বাচনকে ঘিরে গত প্রায় ৩ মাস ধরেই সম্ভাব্য প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারনা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহরের অলি-গলি। এদের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের রয়েছে প্রায় হাফ ডজন প্রার্থী। প্রচারনায় আছেন স্বতন্ত্র প্রার্থীরাও। তবে বিএনপি’র সম্ভাব্য প্রার্থীদের প্রতিদ্বন্ধিতার আগ্রহ থাকলেও দলীয় সিদ্ধান্ত না হওয়ায় প্রকাশ্য প্রচারনায় নেই তারা।

প্রসঙ্গত, কারাগার থেকে নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জিকে গউস জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করলে পদটি শূণ্য হয়। পরে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয় পৌর প্যানেল মেয়র দিলীপ দাসকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com