লোকালয় ডেস্কঃ হবিগঞ্জ পৌরভবনের সম্মূখস্থ রাস্তায় আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেছেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। বুধবার সকালে তিনি ওই রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন। হবিগঞ্জ পৌরসভার নিজস্ব তহবিল হতে প্রায় ২১ লাখ টাকা ব্যয়ে এ আরসিসি রাস্তার কাজ বাস্তবায়ন হচেছ। ইতিপূর্বে হবিগঞ্জ পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে পৌরম প্রতিষ্ঠা করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। পৌরম এবং পৌরম প্রাঙ্গন হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ন মিলন ও সম্মেলন প্রাঙ্গন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে ওই কম্পাউন্ডের রাস্তাগুলো জীর্ণ থাকায় সমস্যার সৃষ্টি হয়ে আসছিল। এ সমস্যা সমাধানের জন্য পৌরসভার নিজস্ব তহবিল হতে ২০ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে আরসিসি রাস্তা নির্মাণ করা হচ্ছে। এ রাস্তা বাস্তবায়নের ফলে পৌরভবন প্রাঙ্গনের পরিবেশ আরো উন্নত হওয়ার পাশাপাশি অনুষ্ঠানাদি পালনে সুযোগ সুবিধার সৃষ্টি হবে বলে মনে করছেন সচেতন মহল। ঢালাই কাজের উদ্বোধনকালে হবিগঞ্জ পৌরসভার সচিব মোঃ ফয়েজ আহমেদসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।#