হবিগঞ্জ প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দিপণার মাধ্য দিয়ে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের নির্বাচন আজ শনিবার সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ৭৭জন ভোটারের মধ্যে ৭৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে ১২টি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় শুধু সভাপতি পদে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্টিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী। তিনি পান ৫০ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল। তার প্রাপ্ত ভোট হচ্ছে ২৫ এবং অপর প্রার্থী অপু চৌধুরী পান ১ ভোট। অপর প্রার্থী জিয়া উদ্দিন দুলাল নির্বাচন থেকে সরে দাড়িয়ে শাকিল চৌধুরীকে সমর্থন দেন। এরপূর্বে দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির দ্বিতীয় বারের মত অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিবতায় নির্বাচিত হন। সাংবাদিক ফোরামের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নয়া দিগন্তের জেলা প্রতিনিধি এডভোকেট এমএ মজিদ এবং নির্বাচন কমিশনার ছিলেন রাসেল চৌধুরী ও আশরাফুল ইসলাম কহিনুর।
Leave a Reply