লোকালয় ২৪

হবিগঞ্জ জেলার মানবিক পুলিশ সুপার জনাব মোহাম্মদ উল্ল্যা রাত্রীকালীন পাহারাদারদের মধ্যে শীতবস্ত্র বিতরন করেন।

হবিগঞ্জ জেলার মানবিক পুলিশ সুপার জনাব মোহাম্মদ উল্ল্যা

মোঃ সনজব আলীঃ হবিগঞ্জ শহরের রাত্রীকালীন পাহারাদারদের মধ্যে শীতবস্ত্র বিতরন।  হবিগঞ্জ জেলার মানবিক পুলিশ সুপার জনাব মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম স্যারের উদ্যোগে অদ্য ২৯/০১/২০২১ খ্রিঃ তারিখ বেলা ২ ঘটিকার সময় হবিগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গনে শহরের প্রায় ৭০ জন পাহারাদারদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব শেখ মোহাম্মদ সেলিম,।

অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাহমুদুল হাসান, অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাসুক আলী এবং থানার অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মহোদয় সকল নাইটগার্ডদের উদ্দেশ্য বলেন, রাত্রীবেলা দোকানপাট ও আবাসিক এলাকায় তারা রাত জেগে যে দায়িত্ব পালন করে তার জন্য ধন্যবাদ দেন। একই সাথে তাদের এই দায়িত্ব পালনকে একটি ইবাদত হিসেবে সওয়াবের কাজ বলিয়া জানান। নাইটগার্ডদেরকে সাহসের সাথে কাজ করার আহবান জানান। যে কোনো প্রয়োজনে অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ রাখার জন্য বলেন। রাত্রীবেলা থানার বিভিন্ন টহল পার্টি নাইটগার্ডদের পাশে থেকে দায়িত্বপালনে সহযোগিতা করবে। পরে পুলিশ সুপার সকল নাইটগার্ডদের কম্বল বিতরণ করেন। তাদেরকে দুপুরের খাবার বিতরন করা হয়। উল্লেখ্য গত বছরও পুলিশ সুপার মহোদয় একইভাবে তাদেরকে শীতবস্ত্র বিতরন করেন। পুলিশ সুপারের সান্নিধ্য পেয়ে ও বক্তব্য শোনে দরিদ্র নাইটগার্ডরা আনন্দিত এবং আরো সাহসের সাথে তাদের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেয়। সকলকে থানার অফিসারদের মোবাইল নম্বর সম্বলিত ভিজিটিং কার্ড দেওয়া হয়। পুলিশকে তথ্য দিন, সেবা নিন।