সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বানিয়াচংয়ের চাঁনপাড়া গ্রামের তার শ্বশুরবাড়ি থেকে হামলাকারী দলের সদস্য ওয়ালিদকে গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশ।
এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ২ নম্বর ইউনিয়নের বিদ্যাভূষণ পাড়ায় সাইকেলে বিশ্ব ভ্রমণকারী ও ভ্রমণবিষয়ক বহু গ্রন্থের লেখক রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া, হবিগঞ্জ সমাচার পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তৌহিদ মিয়া ও দেশসেবা পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা। পরে আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় ওই রাতেই প্রতিবাদে হবিগঞ্জ প্রেসক্লাবে জরুরি প্রতিবাদ সভা করেন জেলায় কর্মরত সাংবাদিকরা। এতে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। এ ঘটনায় তৈাহিদুর রহমান বাদী হয়ে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ অপর আসামিদেরও গ্রেফতারের চেষ্টা করছে বলেও জানান তিনি।
Leave a Reply