সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ৩ ফার্মেসিকে জরিমানা

হবিগঞ্জে ৩ ফার্মেসিকে জরিমানা

হবিগঞ্জে ৩ ফার্মেসিকে জরিমানা
হবিগঞ্জে ৩ ফার্মেসিকে জরিমানা

লোকালয় ডেস্কঃ হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ৩ ফার্মেসিকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রয় ও অবৈধ ঔষুধ রাখার দায়ে সদর হাসপাতাল গেইটের নবীগঞ্জ ফার্মেসিকে ২ হাজার টাকা, অন্বেষা মেডিসিন সেন্টারকে ৪ হাজার টাকা এবং লিয়াকত ফার্মেসিকে আরো ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় এসব ফার্মেসি থেকে বিপুল পরিমার মেয়াদউত্তীর্ণ ও অবৈধ ঔষুধ জব্দ করা হয়।

অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে অত্র এলাকার ফার্মেসি সমূহকে মেয়াদউত্তীর্ণ, অবৈধ ও ভেজাল ঔষুধ ও চিকিৎসা সামগ্রি বিক্রির না করতে সতর্ক করে দেওয়া হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com