লোকালয় ২৪

হবিগঞ্জে ৩ দিন ব্যাপী লোক উৎসব শুরু বৃহস্পতিবার

হবিগঞ্জে ৩ দিন ব্যাপী লোক উৎসব শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: “ ভাটির সুরের টানে ” এ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জালাল ষ্টেডিয়ামে শুরু হচ্ছে প্রান লোক উৎসব।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে প্রেস কনফারেন্স করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

প্রাণ লোক উৎসবটি উদ্বোধন করবেন বেসামরিক বিমান পর্যটন ও পরিবহন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব অালী।

৩ দিন ব্যাপি ওই লোকজ উৎসবের আয়োজন করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন।

১৪ ফেব্রুয়ারী থেকে ১৬ ফেব্রুয়ারী মহা সমারোহে অনুষ্টিত হবে লোকজ এই উৎসব। ঝাঁক জমক পুর্ন এ অনুষ্ঠানে দেশের প্রখ্যাত সংগীত শিল্পীগন উপস্থিত থেকে গান পরিবেশন করবেন।

জেলা প্রশাসন সুত্র জানান, ৩ দিনের ওই অনুষ্ঠানে কন্ঠ শিল্পী বাউল আঃ রহমান, সুবির নন্দি, শেখ বানু, ফকির শাহাবুদ্দিন, বাউল রনেশ ঠাকুর, সেলিম চৌধুরী, রিংকু,শাহনাজ বেলী, বাউলা আশিক, রুমা সরকার, চিশতি বাউল, কাজী শুভ, গামচা পলাশ , কামরুজ্জামান রাব্বি, জালালী সালমা,লায়লাসহ অন্যান্য শিল্পী বৃন্দ সংগীত পরিবেশন করবেন।

জেলা প্রশাসন সুত্র জানান, লোকজ ওই অনুষ্ঠানকে সফল করার জন্য ইতোমধ্যেই নানা ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়েছে।