নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের ৮ উপজেলায় ৩ চেয়ারম্যান প্রার্থীসহ মোট ২১ জন প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান।
জানা যায়, মনোনয়ন পত্র দাখিলের সময় প্রার্থীদের দেয়া ভোটার তালিকায় গরমিলসহ নানান ত্রুটির কারণে এসব মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। তবে বাতিলকৃত প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে।
চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র বাতিল প্রার্থীরা হল, নবীগঞ্জ উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিম, স্বতন্ত্র প্রার্থী গাজী খালেদা সারোয়ার ও বানিয়াচং উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ফজলে নকিব মাখন।
বাতিলকৃতদের মধ্যে কয়েকজন হল, মাধবপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমা পাঠান, মরিয়ম রহমান বাবুনী ও রুজিনা আক্তার।
বানিয়াচং উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মন্টু চন্দ্র দাস ও আবেদুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেসমিন চৌধুরী। আজমিরীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মমিনুর রহমান সজিব ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুজলা আক্তার।