হবিগঞ্জে ২০০ ছাড়িয়ে করোনা আক্রান্ত ॥ মৃত্যু ২-

হবিগঞ্জে ২০০ ছাড়িয়ে করোনা আক্রান্ত ॥ মৃত্যু ২-

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  হবিগঞ্জে আরো ১৪ জনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ২০৮ জন। সুস্থ ঘোষণা করা হয়েছে ১১৭ জনকে। মৃত্যুবরণ করেছেন শিশুসহ দুইজন।
গতকাল শুক্রবার হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল এই তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত ১৪ জনের মধ্যে চুনারুঘাট উপজেলার ১০ জন, হবিগঞ্জ সদর উপজেলার ২ জন এবং নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলায় ১ জন করে। এদের মধ্যে রয়েছেন আজমিরীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা, চুনারুঘাটের ১০ সাধারণ পেশাজীবী, সদর উপজেলার একজন পুলিশ সদস্য ও অপরজন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মী এবং নবীগঞ্জ উপজেলায় পূর্বে আক্রান্ত নার্সের স্বামী।
জেলা স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী ১১ এপ্রিল থেকে এ পর্যন্ত হবিগঞ্জে করোনা আক্রান্ত ২০৮ জনের মধ্যে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী ৩৭ জন, সরকারি কর্মকর্তা-কর্মচারী ৪০ জন। আক্রান্তদের ৫৯ জনই করোনা যোদ্ধা। অন্যরা সাধারণ শ্রেণী পেশার মানুষ। এদের মধ্যে মারা গেছেন হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী ও চুনারুঘাট উপজেলার ক্যান্সারে আক্রান্ত শিশু। এনিয়ে আনুষ্ঠানিকভাবে সুস্থ ঘোষণা করা হয়েছে ১১৭ জনকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com