লোকালয় ২৪

হবিগঞ্জে ১০ টাকা কেজির চাল কোথায়?

হবিগঞ্জে ১০ টাকা কেজির চাল কোথায়?

সব্যসাচী চৌধুরী : খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে সারা বাংলাদেশে। অথচ হবিগঞ্জের বাজার ঘুরে কোথাও ১০ টাকা কেজির চাল বিক্রির হদিস মেলেনি।

শহরের চৌধুরী বাজার, সিনেমা হল রোড ও শায়েস্তা নগরে যে কয়টি দোকানে চাল বিক্রি হচ্ছে তাতেও চালের মূল্য ৩০ টাকা কেজি। জনসাধারণের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে তাহলে হবিগঞ্জের কোথায় ১০ টাকা কেজির চাল বিক্রি হচ্ছে।

খবরে বলা হয়েছে, ১১ লাখ ১৩ হাজার মেট্রিক টন চাল মজুদ করা হয়েছে এই কর্মসূচির আওতায়।

এ ব্যাপের করেকজন দোকানির সাথে খাদ্যবান্ধব কর্মসূচির চালের ব্যাপারে কথা বললে তারা এড়িয়ে যায়। যদি ১০ টাকা কেজির চাল ৩০ টাকায় ই বিক্রি করা হবে তাহলে গরীবদূখী সাধারণ মানুষকে কম দামে চাল দেওয়ার আশা জাগানোর মানে কি। কিছু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে এই চাল সাধারণ মানুষের কাছে পৌছাচ্ছে না।

সাধারণ মানুষের আশা এই বিষয়টি অবশ্যই কর্তপক্ষ ক্ষতিয়ে দেখবে।