রফিকুল হাসান চৌধুরী তুহিন: হবিগঞ্জের উপজেলা মাধবপুর বাসস্টেন্ড এলাকা থেকে ফখরুদ্দিন (৩২) নামে এক সংঘবদ্ধ স্বর্ণ ছিনতাইকারী চক্রের অন্যতম হোতাকে আটক করেছে সংশ্লিস্ট থানা পুলিশ। এসময় তার নিকট থেকে ২১টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। ১০ ভরি ৮ আনা ২ রত্তি এই চেইনগুলোর বাজার দর আনুমানিক ৪ লাখ ২০ হাজার টাকা মাত্র। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক জরুরী প্রেস ব্রিফিংয়ে এসপি মোহাম্মদ উল্ল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে সংশ্লিস্ট থানার ওসির নের্তৃত্বে এসআই শাহিন, এসআই হেমায়েত এসআই ওয়াদুদের সমন্বয়ে একটি স্পেশাল টীম ওই দিন বিকেলে উক্ত স্থান থেকে স্বর্ণ সহ ফখরুদ্দিনকে আটক করে। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফখরুদ্দিন জানায়, এই চক্র দেশের বিভিন্ন স্থানে মহিলা সদস্যদের মাধ্যমে চেইনগুলো ছিনতাই করে নিয়ে আসে। পরবর্তীতে সে জনৈক গডফাদারের নির্দেশে হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলার স্বর্ণের দোকানগুলোতে ছিনতাইকরা স্বর্ণের চেইনগুলো বিক্রি করে। এসপি জানান, এই চক্রের মূল হোতাদের আটকের চেষ্টা অব্যাহত থাকবে। # নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ থেকে। তাং-১২/২/২০১৯ খ্রীঃ। (ছবি সহ)।
Leave a Reply