লোকালয় ২৪

হবিগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

হবিগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: র‌্যালি ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে পালিত হয়েছেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৯টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

র‌্যালিতে ২০টি গাড়িতে করে রাধাকৃষ্ণের সাজে অংশ নেন ভক্তবৃন্দ। বিভিন্ন সংগঠনের পৃথক ব্যানারে আয়োজিত র‌্যালিতে উপস্থিত ছিলেন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী।

এর আগে হবিগঞ্জ মহাপ্রভু আখড়ায় শ্রীকৃষ্ণের ৫২৪৫ উপলক্ষে আলোচনা সভা ও শোভযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

উদ্বোধনী বক্তব্য শেষে শোভযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলীনি কান্ত রায় নিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়ের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, হবিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি পুণ্যব্রত চৌধুরী বিভু, সাবেক সভাপতি অহিন্দ দত্ত চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই সরকারের আমলে সকল ধর্মের মানুষ যার যার ধর্মীয় উৎসব অত্যন্ত সুন্দরভাবে পালনের সুযোগ পেয়েছে।

অসম্প্রদায়িক চেতনার এই ধারা অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি সকল শ্রেণি-পেশার লোকজনকে আন্তরিক থাকার আহবান জানান তিনি।

পরে মহাপ্রভু আখড়া প্রাঙ্গণে মহাপ্রসাদ বিতরণ করা হয়।