নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: ‘‘সৃজনশীল প্রতিভা বিকাশে সুনিপুন সোপান’’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় আগামী ২০ শে ডিসেম্বর শুক্রবার সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত এক ও অভিন্ন প্রশ্নপত্র দ্বারা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
হবিগঞ্জ জেলার ৫ টি উপজেলায় দেশের সর্ববৃহৎ বেসরকারী বৃত্তি পরীক্ষা শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অংশ গ্রহন করবে, হবিগঞ্জ সদর জোনের পরীক্ষা কেন্দ্র হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ উপজেলা জোনের পরীক্ষা কেন্দ্র শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট উপজেলা জোনের পরীক্ষা কেন্দ্র চুনারুঘাট সরকারী কলেজ, বাহুবল উপজেলা জোনের পরীক্ষা কেন্দ্র মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজ, মাধবপুর উপজেলা জোনের পরীক্ষা কেন্দ্র মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়।
শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি সংসদ হবিগঞ্জ জেলা সমন্বয় কমিটির সমন্বয়ক কাজী হাবিবুর রহমান ও সচিব সৈয়দ মোহাম্মদ আলী বশনী- হবিগঞ্জ জেলার সকল পরীক্ষার্থীদেরকে যথা সময়ে স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে স্বতস্পুর্ত ভাবে অংশগ্রহণ করার আহবান জানান।