লোকালয় ২৪

হবিগঞ্জে শক্ত অবস্থানে প্রশাসন, মামলা ও জরিমানা

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  হবিগঞ্জে সরকারী নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে মামলা ও জরিমানা আদায় করা হয়।

রোববার (২১ জুন) বিকালে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারসহ বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিকাল ৪টার পর দোকানপাট খোলে রাখা, মাস্ক ব্যবহার না করা, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার না করার অপরাধে ৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় দেখা যায়, শহরে বিচ্ছিন্নভাবে অনেক মানুষ মাস্ক ব্যবহার না করে ঘুরাফেরা করছে এবং বিভিন্ন দোকান মালিক অর্ধেক সাটার খোলে ব্যবসা পরিচালনা করছেন, যাহা সরকারী নিয়ম বর্হিভূত। এসময় মোবাইল কোর্ট তাদেরকে আটক করে এবং মামলা ও জরিমানা আদায় করে।

মোবাইল কোর্ট যৌথভাবে কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এবং মো. শাহ আজিজ। মোবাইল কোর্ট পরিচালনায় হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ সহায়তা করেন।