লোকালয় ডেস্কঃ হবিগঞ্জে ‘ সুস্বাস্থেই সুবিচার মাদক মুক্তির অঙ্গীকার’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মর্জিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ খালেদুল করিম, জেলা পরিদর্শক মিজানুর রহমান ও উপ-পরিদর্শক ছিদ্দিকুর রহমান প্রমুখ।
পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply