হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের শ্মশান ঘাট আবাসিক এলাকায় মদের পাট্টা বসানোর চেষ্টার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮ টায় হবিগঞ্জ পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পেয়ারা বেগমের বাসায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরুব্বী রমজান আলীর সভাপতিত্বে ও হবিগঞ্জ ব্যবসায়ী কল্যান সমিতি (ব্যকস) এর সভাপতি মোঃ শামছুল হুদার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর কমিশনার ওসমান গনি, বিশিষ্ট মুরুব্বী ইউনুছ মিয়া, মোস্তফা মিয়া মাস্টার, জিলু মিয়া মেম্বার, শাহাব উদ্দিন, ধনু মিয়া ও নুরুল ইসলাম প্রমূখ। প্রায় ৫ শতাধিক জনতার প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ওই এলাকায় সুইপার বাবুল মদের পাট্টা বসানোর জন্য চেষ্টা করছে। যদি সে মদের পাট্টা বসায় তাহলে যে কোন মূহুর্তে এর প্রতিরোধ গড়ে তোলা হবে। এছাড়াও সভায় আজ বুধবার থেকে তার এই জায়গায় বিল্ডিং নির্মানের কাজ বন্ধ করে দেয়ারও ঘোষনা দেয়া হয়।