লোকালয় ২৪

হবিগঞ্জে ভিটামিন এ ক্যাপসুল খাবে সাড়ে ৩ লাখ শিশু

হবিগঞ্জে ভিটামিন এ ক্যাপসুল খাবে সাড়ে ৩ লাখ শিশু

লোকালয় ডেস্কঃ হবিগঞ্জে ৯ ফেব্রুয়ারি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ডে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে সাড়ে তিন লাখ শিশুকে।

বুধবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. সুচিন্ত রায় চৌধুরী।

ডা. সুচিন্ত রায় চৌধুরী জানান, ক্যাম্পেইন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

৯টি উপজেলা, ৬টি পৌরসভার এক হাজার ৮৯৪টি কেন্দ্রে তিন লাখ ৬৫ হাজার ৫৬১ জন শিশু ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আসবে।

এ সময় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মো. মুখলেছুর রহমান উজ্জল, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আরএমও সাইফুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী প্রমুখ।