হবিগঞ্জে ব্রাহ্মণকন্যা জয়িতায় কুমারী পূজা

হবিগঞ্জে ব্রাহ্মণকন্যা জয়িতায় কুমারী পূজা

হবিগঞ্জে ব্রাহ্মণকন্যা জয়িতায় কুমারী পূজা
হবিগঞ্জে ব্রাহ্মণকন্যা জয়িতায় কুমারী পূজা

লোকালয় ডেস্কঃ হবিগঞ্জে রামকৃষ্ণ মিশনে প্রতি বছরের ন্যায় এবারও কুমারী মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় অষ্টমী তিথিতে অপরাজিতা নামে পূজিত হন ৯ বছর বয়সী ব্রাহ্মণকন্যা জয়িতা চক্রবর্তী।

যোগিনীতন্ত্র, দেবীপুরাণ, স্তোত্র, কবচ, সহস্ত্রনা প্রভৃতি ধর্মীয় গ্রন্থের বিধান অনুসারে পুরোহিতগণ কুমারী মায়ের পূজা করেন।

কুমারী পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি রয়েছে একাধিক স্বেচ্ছাসেবী এবং একটি মেডিকেল টিম। শহর যানজট মুক্ত রাখতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।  মণ্ডপসহ এর আশপাশের এলাকায় ক্লোজ-সার্কিট ক্যামেরা বসানো হয়।

এদিকে, কুমারী পূজা দেখতে হবিগঞ্জ জেলা ছাড়াও পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে হাজারো পূণ্যার্থী সমবেত হন। পূণ্যার্থীদের পাদচারণায় মুখরিত হয়ে উঠে রামকৃষ্ণ মিশন এলাকা। হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও পূজায় নানা ধর্মের মানুষের সমাগম ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com