নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা। একইসঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কষ্টদায়ক হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। বিশেষ করে চা-বাগান এলাকায় শীতের তীব্রতা সবচেয়ে বেশি। চা-গাছগুলো ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে, সারাদেশের তাপমাত্রা শনিবারও ফরিদপুর জেলায় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ জেলায় সকাল গড়িয়ে দুপুর হলেও এখনো সূর্যের দেখা মেলেনি। এর আগে ভোরে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিলো জেলার বিভিন্ন এলাকা। সূর্য না উঠায় উপজেলায় ঠাণ্ডার তীব্রতাও বেড়েছে কিছুটা।
এদিকে সামাজিক সংগঠনগুলো উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে।