লোকালয় ২৪

হবিগঞ্জে বিষপানে বৃন্দাবন কলেজ ছাত্রের আত্মহত্যা

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  হবিগঞ্জের লাখাই উপজেলার নোয়াগাও গ্রামের সজল মিয়া (২৩) নামে বিষপানে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।

সে ওই গ্রামের মিয়া হোসেনের ছেলে ও বৃন্দাবন কলেজের বিএ অনার্স এর ছাত্র।

জানা যায়, সোমবারে পাশের গ্রামের এক বন্ধুর বাড়িতে বেড়াতে যায় সজল মিয়া। সেখান থেকে রাতে বাড়িতে ফিরে এসে নিজ ঘরে শুয়ে পড়ে। মঙ্গলবার ভোরে পরিবারের অগোচরে বিষপান করে চটপট করতে থাকে সে। বিষটি আচ করতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বামৈ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কি কারনে বিষপান করছে তা জানা যায়নি।