সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে বিএনপি-আওয়ামীলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ

হবিগঞ্জে বিএনপি-আওয়ামীলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ

মীর কাদির, হবিগঞ্জ থেকে: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর কারাদন্ডের রায় ঘোষণায় হবিগঞ্জে বিএনপি-আওয়ামীলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ সময় অগ্নিসংযুগের ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের শায়েস্তানগর এলাকায় দুই দফায় এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, রায় ঘোষণার পরপরই শায়েস্তানগর পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। ঘন্টাকানেক পর আবারও শায়েস্তানগরের পইল রোডে বিএনপি কর্মীরা নাশকতার চেষ্টা চালায়। পুলিশ বাঁধা দিলে বিএনপি-আওয়ামীলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষ থেকে ইটপাটকে নিক্ষেপ করা হলে পরিস্থিতি নয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এ ঘটনায় পুলিশ দুই বিএনপি কর্মীকে আটক করেছে। এছাড়া জেলার বানিয়াচং উপজেলায় মিছিল ভের করলে ৩ বিএনপি কর্মীকে আটক করে পুলিশ। পরে দূর্বৃত্বরা শহরের অনন্তপুর এলাকায় শিবিরের কার্যালয়ে অগ্নি সংযুগ করে।
এদিকে, আদালতের বিপরীতে অবস্থান নেওয়া আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের আনন্দ মিছিল বের করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com