লোকালয় ডেস্কঃ হবিগঞ্জে বজ্রাঘাতে শিশুসহ ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো হবিগঞ্জ সদর উপজেলার নাজিপুরপুর গ্রামের ডেঙ্গু মিয়া (৫০) ও বানিয়াচং উপজেলার সাঙ্গর গ্রামের মনফর মিয়ার কন্যা সালমা (৮)।
স্থানীয় পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক আরিফ জানান, রবিবার নাজিরপুরের গুঙ্গিয়াজুরি হাওরে একদল কৃষক ধান কাটতে যায়। দুপুরের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই কৃষক ডেঙ্গু মিয়া নিহত হয়। এ ঘটনায় আহত হয় তার ৩ ছেলে। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দিকে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে বাড়ির আঙিনায় খেলা করার সময় বজ্রাঘাতে সালমা আক্তার আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ দাশ জানান, সালমাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে সে রাস্তায় মারা গেছে।