এম সাজিদুর রহমান।। “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো হবিগঞ্জ জেলায়ও পালিত হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০ তম জন্মবার্ষিকী।
এই উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাবৃন্দ।