মীর মোঃ আব্দুল কাদির ॥ হবিগঞ্জ জেলা পৌর সাধারণ পাঠাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি নিয়ে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। রোববার (২৬ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, সদর উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ ও হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদসহ জেলা প্রশাসনের অন্যান্যরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।