লোকালয় ২৪

হবিগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

হবিগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ‌

মোঃ সনজব আলীঃ  হবিগঞ্জে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা মার্চ) সকালে জেলা পুলিশ লাইন্সে এসপি মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম’র

সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রের্নিং সেন্টার কমান্ড্যান্ট মোহাম্মদ হেমায়েতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আনোয়ার হোসেন, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, পিপিএম, ইন-সার্ভিস ট্রের্নিং সেন্টার,

হবিগঞ্জ এর অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, মাধবপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মহসীন আল মুরাদ প্রমুখ। এছাড়াও সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন স্তরের

 কর্মকর্তা এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে একটি র‌্যালী পুলিশ লাইন্স হতে শুরু হয়ে ধুলিয়াখাল পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। জেলা পুলিশ লাইন্সে শহীদ পুলিশ

মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পরিবারের সদস্যগণের হাতে পুলিশের পক্ষ হতে উপহার সামগ্রী প্রদান করা হয়।