লোকালয় ২৪

হবিগঞ্জে পিবিআই কতৃক অপহরণের সাজানো নাটকের রহস্য উন্মোচন

লোকালয় ডেক্সঃ হবিগঞ্জে  পিবিআই কতৃক কথিত অপহরণ মামলার ভিকটিম কিশোরী আরিফা আক্তার (১৪)উদ্ধার এবং অপহরণের সাজানো নাটকের রহস্য উন্মোচন ।
সূত্র: সি আর মামলা নং- ১৪/২০২০ (বাহুবল), ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০।
অদ্য ২৪/০৯/২০ খ্রী: সূত্রোক্ত সিআর মামলার কথিত ভিকটিম আরিফা আক্তার (১৪) কে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার বাদীর বোনের ঢাকা মোহাম্মদপুরস্থ বাসা হতে উদ্ধার করা হয়েছে । উল্লেখ্য যে, বিগত ০৫/০১/২০ খ্রিস্টাব্দ তারিখে রাত্র ১২ ঘটিকার সময় মামলার বাদীর মেয়ে উল্লেখিত আরিফা আক্তার (১৪) কে বাদীর প্রতিপক্ষরা অপহরণ করে গুম করেছে মর্মে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি সরজমিনে অনুসন্ধান কালে মামলার বাদী তার প্রতিপক্ষকে ঘায়েল করার নিমিত্তে তার মেয়েকে রাত্রিকালে অপহরণের নাটক সাজিয়ে মামলা দায়ের করেছেন মর্মে তথ্য প্রমাণ পাওয়ার পর মামলার কথিত ভিকটিম উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও বাদীর গোপন কথোপকথনের সূত্র ধরে প্রথমে শ্রীমঙ্গল হতে বাদির শ্যালক আটক করা হয় । তার দেয়া তথ্যের ভিত্তিতে গত রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক শরীফ মোঃ রেজাউল সংগীয় টিম সহ ঢাকার মোহাম্মদপুর থানাধীন বাদীর বোনের বাসা হতে ভিকটিমকে উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে সে জানায়, ঘটনার তারিখে রাত অনুমান ১২ ঘটিকার সময় তার খালার সাথে প্রথমে তার নানার বাড়ি দুই মাস অবস্থান করে পরে তার মামা তাকে নিয়ে ঢাকাস্থ মোহাম্মদপুর এলাকায় তার অন্য খালার বাসায় দিয়ে আসে। কথিত ভিকটিমের জবানবন্দি সংশ্লিষ্ট আইন এর ২২ ধারা মোতাবেক লিপিবদ্ধ করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।