লোকালয় ২৪

হবিগঞ্জে পাসপোর্ট অফিসে মোবাইল কোর্ট পরিচালনা গ্রেফতার ৬  ও জরিমানা।

হবিগঞ্জে পাসপোর্ট অফিসে মোবাইল কোর্ট পরিচালনা গ্রেফতার ৬  ও জরিমানা

মোঃ সনজব আলীঃ হবিগঞ্জ জেলা পাসপোর্ট অফিস ও আশাপাশ এলাকা হাতে কতিপয় ব্যক্তিদের পাসপোর্ট সরবরাহে অনিয়ম ও এ সংক্রান্ত অবৈধ অর্থগ্রহণের অভিযোগ আটক করা হয়।

এসময় সংঘবদ্ধ চক্রের চিহ্নিত ২জনকে মোবাইল কোর্ট পরিচালনা পূর্বক ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়, বাকিদের বিভিন্ন মেয়াদে শান্তি প্রদান করা হয়। এছাড়া, অভিযুক্ত ব্যক্তি কর্তৃক বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে অবৈধভাবে গৃহীত টাকা তৎক্ষনাৎ ফেরত প্রদান করা হয়।অদ্য ০৫ সেপ্টেম্বর রবিবার সকালে ১১টা ৩০ মিনিটের সময় ম্যাজিস্ট্রিট শামসুদ্দিন

 

মোঃ রেজা নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় জেলা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন। এসময় নিস্নোক্ত ৬জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও আর্থিক জরিমানা করা হয় মোঃ শিরু চৌধুরী ( ৪৫)কে ১৫

 

দিনের কারাদণ্ড প্রদান ৫শত টাকা জরিমানা, মোঃ টেনু মিয়া (৪২) কে ১৫ দিনের কারাদণ্ড প্রদান ৫শত টাকা জরিমানা, মোঃ হাবিবুর রহমান ( ৩৮ ) কে ৬ মাসের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, মোঃ বাছির মিয়া ( ৪৫)কে ১৫ দিনের কারাদণ্ড প্রদান ৫ শত টাকা জরিমানা এবং জামাল আহমেদ (৪১) কে ৬ মাসের কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।