লোকালয় ডেস্কঃ বানিয়াচং উপজেলার উমরপুর গ্রামে দ্রুত বিচার মামলায় ২২ দাঙ্গাবাজকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ আব্দুর রহিম এ আদেশ দেন। আসামীরা হল, ওই গ্রামের আলামিন (৩৫), তাজুল মিয়া (২৭), হাদি মিয়া (৩৭), পলাশ মিয়া (২৮), আব্দুর রউফ (৫৫), শাহিন মিয়া (২৫), জাবেদ মিয়া (২৭), জিয়া উদ্দিন (২৬), সুহেল মিয়া (৩২), রুহেল মিয়া (২৯), লুৎফুর রহমান (২৯), নূর মিয়া (৫০), লিপাই মিয়া (৪০), শাহিন মিয়া (৩৭), শামীম মিয়া (৩৭), ছামির (৩৭), রিপন (৩৬), অনু মিয়া (৫৫), ছুরুক মিয়া (৬০), উজ্জল মিয়া (২৩), আমিনুল (২২) আলী আহমদ (২৮)।
গতকাল বৃহস্পতিবা বিকেলে উল্লেখিতরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত দীর্ঘ শুনানী শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। এছাড়া বাকী ৮ জন আসামী পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়না ইস্যু করেন। মামলার বিবরণে জানা যায়, উল্লেখিত আসামীরা ২০১৭ সালের ৮ মার্চ একই গ্রামের মৃত মলাক উল্লার পুত্র তাজিম উদ্দিনের বাড়ি পূর্ব বিরোধের জের ধরে আসামীরা হাতি দিয়ে বাড়িঘর উড়িয়ে দেয়। এ সময় তার স্ত্রী ও কন্যাদেরকে আসামীলা শ্লীলতাহানি করে।
এ ঘটনায় তাজিম উদ্দিন বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করে। এতে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হয়।