সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে দুই কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি।

হবিগঞ্জে দুই কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি।

মোঃ সনজব আলীঃ মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (০৬ ডিসেম্বর) হবিগঞ্জ ব্যাটালিয়নে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে। যার বাজার মূল্য সোয়া ২ কোটি টাকা।

 

এ উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

 

বিজিবি’র ব্যাটালিয়ন গ্রাউন্ডে বিজিবি’র সিও সামিউন্নবী চৌধুরী মাদকদ্রব্য আটকের পরিমাণ, মামলা দায়ের এবং এর আর্থিক মূল্যসহ বিস্তারিত তুলে ধরেন।

 

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তার বক্তৃতায় হবিগঞ্জ বিজিবি’র কর্মদক্ষতা মাদকদ্রব্যসহ চোরাকারবারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের ভূয়সী প্রশংসা করেন। মাদকের কুফলে কত সব পরিবার যে ধ্বংসের মুখে পড়ে এবং এর ভয়াভহতা নিয়ে উপস্থিত সকলকে সচেতনতার সাথে এর প্রতিকারে এগিয়ে আসার আহ্বান জানান।

 

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সর্বজনাব অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল মোঃ আশরাফুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার এর পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম, আবগারী ও ভ্যাট বিভাগ হবিগঞ্জের সহকারী কমিশনার আবুল বাশার মোঃ আব্দুল্লাহেল কাফি, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুকুমার সাহা, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ হবিগঞ্জ ব্যাটালিয়ন এর সকল জেসিও এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেন্সিডিল৩,৬৭৬ বোতল, মদ ৪,৫৫৬ বোতল, গাঁজা ৫,৪৮৫.৯২৮ কেজি, ইয়াবা ২,৭১৭ পিস, বিয়ার ৫৯৬ বোতল, সিরাপ ১৯ বোতল, ট্যাবলেট ১৯ পিস, বিড়ি ১৯ প্যাকেট যার বাজার মূল্য প্রায় সোয়া ২ কোটি টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com