নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার জালাবাদ গ্রামে রুপা আক্তার (২০) নামে এক শিক্ষানবীশ ডাক্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে।
তিনি ওই গ্রামের মহসিন মিয়া কন্যা ও ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস ২য় বর্ষের ছাত্রী।
বুধবার বিকেলে রুপা আক্তারকে হবিগঞ্জ সদর হাসপাতলের ডেঙ্গু ইউনিটে ভর্তি করা হয়।
ওই ছাত্রীর মা’ জানান, রুপা ঢাকায় অবস্থান করে লেখাপড়া করে আসছিল। সেখানে থাকা অবস্থায় জ্বর ও শারিরীক অস্বস্থ্যি অনুভব করলে সে তার গ্রামের বাড়ি হবিগঞ্জ চলে আসে। সন্দেহ বশত রক্ত পরীক্ষা করলে তার রক্তে ডেঙ্গুর জিবাণু লক্ষ্য করা যায়।
এ ব্যাপারে সদর হাসপাতালের আরএমও ডাক্তার শামীমা আক্তার জানান, আমাদের সাধ্যমত রোগীদের সেবা দেয়ার চেষ্টা করছি। অবস্থা শঙ্কটাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হবে।