নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা জামায়াতের আমির আব্দুল হান্নান আরজুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
হবিগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, আব্দুল হান্নান আরজুর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। নতুন করে নাশকতার পরিকল্পনা করছিল জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে পুলিশের অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে আরও ২০ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৪ জন পরোয়ানাভুক্ত এবং ৬ জন নিয়মিত মামলার আসামি।
রোববার রাত ৯টা থেকে সোমবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
হবিগঞ্জের জেলা গোয়েন্দা কর্মকর্তা অহিদুর রহমান এতথ্য জানিয়েছেন।