লোকালয় ২৪

হবিগঞ্জে কারাবন্দিদের জন্য ফোনে কথা বলার সুযোগ করে দেয়া হয়েছে

lokaloy24.com

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা কারাগোরে আটক বন্দিরা নিকটাাত্মীয়দের সাথে মোবাইল ফোনে কথা বলতে পারবেন। দেশে করোনা ভাইরাস সংক্রমন সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতিতে কারাবন্দিদের জন্য কারাগারসমূহে জরুরী ফোন বুথ স্থাপন ও ফোনে কথা বলার সুযোগ করে দেয়া হয়েছে। এর ফলে কারা বন্দিরা স্বজনদের সাথে কথা বলার সুযোগ পেলেন। হবিগঞ্জ জেলা কারাগারে ২৬ মার্চ জেল সুপার (ভারপ্রাপ্ত) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এবং জেলার জয়নাল আবেদীন ভূঞা এর উপস্থিতিতে কারা বন্দিদের কথা বলার বুথ উদ্ধোধন করা হয়। এ সময় কারা বন্দিরা স্বজনদের সাথে কথা বলেন। এখন থেকে প্রত্যেক বন্দি ৫ মিনিট করে তাদের নিকট আত্বীয়দের সাথে কথা বলতে পারবেন।