নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: কপির নকল কার্টুন তৈরি অভিযোগে হবিগঞ্জ শহরের কালিবাড়ি ক্রসরোড এলাকায় সুন্দররম প্রেসের মালিক রাজেস চন্দ্র সরকার (৪০) কে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।
তিনি ঘাটিয়া বাজার এলাকার রাজেস চন্দ্র সরকারের পুত্র।
শুক্রবার বিকেলে হবিগঞ্জ সিআইডি পুলিশের একটি চৌকুশ দল অভিযান চালিয়ে তার ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করেন।
সিআইডির ওসি মুন্সি আব্দুর রাজ্জাক জানান, সম্প্রতি সুনাম ধণ্য কোম্পানীর রয়েল কপির নকল কার্টুন তৈরি করে প্রতারকদের সাথে মিলে বালু প্যাকেট করে কোম্পানীতে ফেরৎ দেয়ার অভিযোগে মামলা হয়। মামলায় রাজেস এজাহার ভুক্ত আসামী। এ কারণে তাকে আটক করা হয়।
শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।