নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে হামলায় রুমান মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। সে ওই গ্রামের ইদু মিয়ার পুত্র।
শুক্রবার সন্ধ্যায় ৭টায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ওই গ্রামের ইদু মিয়ার সাথে একই গ্রামের রহমত আলীর দীর্ঘদিন জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে রহমত আলী ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে।
এদিকে সন্ধ্যায় রুমানকে রাস্তায় একা পেয়ে রহমত আলীসহ কয়েকজন লোক ফিকল দিয়ে আঘাত করে। এক পর্যায়ে রুমান মাটিতে লুটিয়ে পড়ে। তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাপসাতালে নিয়ে ভর্তি করায়।
চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টায় ডাঃ মেহেদি হাসান তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে সদর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।