নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: কয়েক দিনের প্রচণ্ড দাবদাহে মানুষের নাভিশ্বাস উঠেছিল।
রবিবার হবিগঞ্জে হঠাৎ বৃষ্টি ঝরলো প্রায় ২৫ মিনিট। এক পশলা বৃষ্টিতে জনমনে ফিরে এলো স্বস্তি। মানুষের কাজের কিছুটা বিঘ্ন ঘটলেও প্রচণ্ড দাবদাহের হাত থেকে রক্ষা পেয়ে খুশি সবাই।
রবিবার সকাল থেকে অন্যদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও ৩৪ ডিগ্রী তাপমাত্রার নীচে নামেনি। এরপর একটা ভ্যাপসা গরম অনুভত হয়। ঠিক ১২টা ৫০ মিনিটে শুরু হয় বৃষ্টি।
চলে টানা ২৫ মিনিট। বৃষ্টিতে ২৯ ডিগ্রীতে নেমে আসে তাপমাত্রা। এতে স্বাভাবিক চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও সকলের মাঝে ফিরে এসেছে স্বস্তি।
চলাচলকারীরা অটোরিকসা, সিএনজি থামিয়ে আশ্রয় নেন সড়কের পাশের বাসা বাড়ির বারান্দায়। কেউ কেউ বসে থাকেন ইজি বাইক থামিয়ে।
এদিকে, বজ্রপাতের তুয়াক্কা না করেই শিশু কিশোররা বৃষ্টি স্নানে ঝাপিয়ে পড়ে। ঘর ছেড়ে রাস্তায় এবং মাঠে নেমে আসে তারা। পরবর্তীতে রোদ উঠলেও তাপমাত্রা সহনীয় পর্যায়েই রয়েছে।