লোকালয় ২৪

হবিগঞ্জে উচ্চ বালিকা বিদ্যালয়ের ভবন উদ্বোধন ‌

হবিগঞ্জে উচ্চ বালিকা বিদ্যালয়ের ভবন উদ্বোধন
মোঃ সনজব আলীঃ হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের নব নির্মিত ২য়, ৩য় ও ৪র্থ তলার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির আনুষ্ঠানিকভাবে এই ভবনের উদ্বোধন করেন।
এ সময় হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খানম, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা আব্দুল জলিল ও মহিবুর রহমান চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর বরাদ্দে এক কোটি দশ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই উন্নয়ন কাজ সম্পন্ন করেছে।
উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন এবং পুরো ভবনটি ঘুরে দেখেন এমপি আবু জাহির। এছাড়া বিদ্যালয়ের আঙ্গিনা সার্বক্ষণিক পরিস্কার রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি।