লোকালয় ২৪

হবিগঞ্জে ঈদের দিনে মোটরসাইকেল-বাসের মুখোমুখি সংঘর্ষ, শিক্ষক নিহত

মোটরসাইকেল-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত শিক্ষকের মরদেহ । ছবি: লাশ বহনকারী ট্রাক থেকে

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাটে ঈদের দিনে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে দিদার হোসেন নামে এক প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (১৬ জুন) দুপুর সাড়ে ১১ টায় উপজেলার উত্তর বাজার নামক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার বাগবাড়ি এলাকার মৃত আব্দুর রব সুবেদারের ছেলে দিদার হোসেন (৪৫)।

ঈদ জামাত শেষে মাইকের ভাড়া দেয়ার জন্য শিক্ষক দিদার হোসেনের পকেটে রক্ষিত টাকা ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগবাড়ি ঈদগায়ে ঈদ জামাত শেষে মাইকের ভাড়া দেয়ার জন্য শিক্ষক দিদার হোসেন একটি মোটরসাইকেল যুগে পৌরসভা মার্কেট যাওয়ার পথিমধ্যে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুত্বর আহত হন। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

নিহত ব্যক্তির চাচাতো ভাই সাহিদুর রহমান জানান, দিদার হোসেন চুনারুঘাট উপজেলার ১নং ওয়ার্ড বাগবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের এসআই গৌরাঙ্গ ঘটনাস্থলে গিয়ে নিহত দিদার হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

লোকালয়/একে