মীর মোঃ আব্দুল কাদির : মৎস্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে ৭ অক্টোবর থেকে ২২ তারিখ পর্যন্ত মা ইলিশ আহরন পরিবহন মজুদ, বাজারজাত করন, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়। আইন অমান্য করে ৭ অক্টোবর সকালে হবিগঞ্জ কোর্ট ষ্টেশন চার্ষীবাজারের মাছ বাজারে হবিগঞ্জ সদর উপজেলা নিবার্হী অফিসার মর্জিনা বেগমের নির্দেশে মৎস্য অফিসার শহিদুল ইসলাম ভুইয়া এক অভিযান পরিচালনা করেন এ সময় ৩৭টি মা ইলিশ জব্দ করা হয় । এ সময় মাছ ব্যবসায়ী পালিয়ে যায়, মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ এ সম্পদ রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব, একটি মা ইলিশ প্রজনন মৌসুমে প্রায় ১২-১৫ লক্ষ ডিম দেয়। দেশে যে পরিমান জাটকা ২৫ সে: মিটারের চেয়ে ছোট ইলিশ উৎপাদিত হয় তার দশ শতাংশ বড় হওয়ার সুযোগ পেলে ইলিশের উৎপাদন দ্বিগুণ হবে, এ আইন অমান্য করলে ১-২ বছরের জেল-জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে মা ইলিশ সংরক্ষন অভিযান ২০১৮ প্রথম দিনের অভিযানে উদ্ধারকৃত মাছগুলো সদর উপজেলা পরিষদে সমাজ সেবা অফিসারকে ডেকে এনে হবিগঞ্জ ইসলামীয়া এতিমখানায় ১২টি সরকারী শিশু পরিবারে ১৫টি ও বহুলা দারুল ইহসান ওকাদ্দাওয়া মাদ্রাসায় ১০টি মা ইলিশ দেওয়া হয়েছে।