স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার একশ’ জন অস্বচ্ছল নারী-পুরুষকে মাঝে আড়াই লাখ টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিে গতকাল শনিবার হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে তিনি এই সহায়তা বিতরণ করেন। এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন রুবেল, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, আওয়ামী লীগ নেতা রফিক আলী, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, আহম্মদ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি আবু জাহির করোনা পরিস্থিতিতে সরকারি ও ব্যক্তিগত সহায়তা অব্যাহত রাখার কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলের পাশে আছি এবং থাকবো। করোনা সংক্রমন মোকাবিলায় সকলকে সতর্কতা অবলম্বের পরামর্শ দেন তিনি।