সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে আসামীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে নির্যাতিত নারী

হবিগঞ্জে আসামীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে নির্যাতিত নারী

হতভাগী নির্যাতিত মহিলা জরিনা বেগম

ইলিয়াস আলী মাসুক, হবিগঞ্জ: মামলা দায়ের করে আসামীদের হুমকির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এক হতভাগী নির্যাতিত মহিলা। জানা যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামের আতর আলীর মেয়ে মোছাঃ জরিনা বেগম ও একই গ্রামের আঃ কাইয়ুমের ছেলে হান্নান মিয়ার সহিত বিবাহ হয়। বিবাহের পর তাহাদের কোল জোরে আসে দুটি জময পুএ সন্তান (১) মোঃ অমিত হাসান (২) মোঃ মেহেদি হাসানসহ ৩টি ছেলে সন্তান (৩) মোঃ সায়েদুল হাসান সন্তানদের ও নিজের ভবিষ্যত জীবনের সুখ শান্তির কথা ভেবে পৈতিক ভিটা মাঠি বিক্রয় করে এনে দিয়ে ছিলেন পাসান্ড স্বামীকে দুইলাক টাকা। এই টাকা দিয়েই বানিয়েছে সপ্নের বাড়ী। হতবাগীর দুখের কপাল সুখ পাবে খোথায়। শুরু হয় যৌতুকের জন্য তার উপড় পাশান্ড স্বামী ও ভাসুরদের পাশবিক ও শারিরিক নির্য্যাতন। একপর্য্যায় তার স্বামী ও ভাশুরা চক্রান্ত করে জরিনার শরিরে পিটের মাঝে ঢেলে দেয় ব্যাটারির এসিড। ক্ষতবিক্ষত এসিডে ঝলসে যাওয়া অবস্থায় সেখান থেকে স্থানীয় লোকজন উদ্দার করে, চুনারুঘাট উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। চিকিৎসা শেষে চুনারুঘাট থানায় এঘটনার বিষয়ে অভিযোগ নিয়া গেলে থানায় অভিযোগ গ্রহন না করায়, পরে হবিগঞ্জ নারী ও শিশু নির্য্যাতন দমন ট্রাইব্রুনাল আদালতে একটি মামলা দায়ের করে। ওই নির্য্যাতিত হতভাগী জরিনা। যার দরখাস্ত মামলা নং ১০৭১/২০১৭ইং, মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ইং (সংশোধনী২০০৩)এর ১১(গ)/৩০ ধারায় আদালতে দাখিল করে। মাননীয় আদালতের আদেশ মতে চুনারুঘাট থানায় মামলাটি রুজু করলেও রহস্য জনক কারনে আজ পর্যন্ত আসামী গ্রেপ্তার করছেনা চুনারু ঘাট থানার পুলিশ। এদিকে মামলা উঠাইয়া নেওয়ার জন্য আসামীগন অসহায় নির্যাতিত বাদিনিকে দিয়ে আসছে হুমকী। যারফলে তিনটি সন্তানকে নিয়ে নিরুপায় হয়ে বাড়ী থেকে পালিয়ে রাস্তায় রাস্তায় অনাহারে দিন কাটাচ্ছে ওই হতবাগী মহিলা। মামলার বাদীনি জানান, পুলিশ আমার মামলার আসামীদেরকে ধরছেনা। আসামীগন থানায় যায়। আমার সামনেই, দারুগাকে নিয়া চা দোকানে বসে একসাথে বসে চা খায়। আমার টাকা পয়সা নাই, আমি গরিব অসহায় মানুষ। আমি বার বার থানায় গিয়া দারুগাকে কইলেও আমার আসামীরারে ধরেনা। এ বিষয়ে মামলার তদন্ত কারী অফিসার এস আই মুকলিছ এর সাথে যোগা যোগ করা হলে তিনি সাংবাদিক কে জানান মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে আসামী ধরার চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com