বার্তা ডেস্কঃ হবিগঞ্জের লাখাইয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৮ মার্চ) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার বেগুনাই গ্রামের আওয়ামী লীগ নেতা মস্তো মিয়ার সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মিরপুর গ্রামের বাসিন্দা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইউপি সদস্য সবুজ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার দুপুরে মাদনা বাজারে সবুজ মিয়ার ওপর হামলা চালায় মস্তো মিয়ার পক্ষের লোকজন।
এ খবর জানাজানি হলে উভয়পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৪০ জন আহত হন।
সংঘর্ষে খায়রুল (১৮), মাহফুজ (৫০), কাদির মিয়া (৪০), সেলিম মিয়া (৪০), আজিজুল (১১), সাকিব (৬), কাওছার (৩৫), পাভেল (১৮), ইমাম আলী (৪০), ইয়ার হোসেন (৩২), তাউছ (৩৫), সফিক (১৮), আজদু মিয়া (৩০) ও রকু মিয়া (৩৫) কে উদ্ধার কের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে বেশ কয়েকজন গুলিবিদ্ধ রয়েছে। এ ছাড়া সংঘর্ষে সবুজ মিয়া মেম্বারের হাত কর্তন করায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড টিয়ার গ্যাস ও সাত রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ টহল দিচ্ছে। সংঘর্ষে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।