লোকালয় ২৪

হবিগঞ্জে আদালতের প্রসেস সার্ভেয়ার ‘নিখোঁজ’

হবিগঞ্জে আদালতের প্রসেস সার্ভেয়ার ‘নিখোঁজ’

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা জজ আদালতের প্রসেস সার্ভেয়ার জালাল উদ্দিন (৪৫) নিখোঁজ হয়েছেন উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকেলে জালালের স্ত্রী জেসমিন সুলতানা হবিগঞ্জ সদর মডেল থানায় এই জিডি করেন। হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জালাল উদ্দিন চুনারুঘাট উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। হবিগঞ্জ শহরের ইনাবাদ এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন তিনি।

জিডিতে উল্লেখ করা হয়, গত রোববার (১৪ জুলাই) গ্রামের বাড়ি কৃষ্ণপুর থেকে হবিগঞ্জ শহরের বাসায় ফেরেন জালাল। তখন তার স্ত্রী জেসমিন সুলতানা পিত্রালয়ে ছিলেন। রাত ৮টায় বাসায় নিজের ব্যবহৃত সেলফোনটি রেখে বেরিয়ে যান জালাল। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। রাতে স্থানীয়রা তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সামনে একটি চায়ের দোকানে চা খেতে দেখেছেন। ছেলের কাছ থেকে খবর পেয়ে জেসমিন সুলতানা বাসায় ফিরে থানায় জিডি করেন।

এদিকে জালাল উদ্দিনের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ ১৮ বছর তিনি ঠাকুরগাঁও জেলায় কর্মরত ছিলেন। সেখান থেকে প্রায় ৬ মাস পূর্বে হবিগঞ্জ জেলা জজ আদালতে বদলি হয়ে আসেন তিনি।

আরেকটি সূত্রে জানা গেছে, গ্রামের বাড়িতে জায়গা-জমি নিয়ে ভাইদের সঙ্গে বিরোধ চলছিল জালাল উদ্দিনের। গত রোববার বিরোধ নিষ্পত্তির জন্য তিনি বাড়িতে যান। কিন্তু বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তি না হওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।