জাফর ইকবাল তালুকদারঃ হবিগঞ্জের মাধবপুরে যুবতীদের স্নানের দৃশ্যের ভিডিও মোবাইলে ধারণ করার প্রতিবাদ করায় এক নিরীহ সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুরসহ বেশ কয়েকজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে, গতকাল হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০ নং ছাতিয়ান ইউনিয়নের মনিপুর গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের অমল ও বিমলের পরিবারের দুই যুবতী প্রতিদিনের ন্যায় গ্রামের পুকুরে স্নান করতে গেলে একই গ্রামের বখাটে যুবক হুমায়ুন ও শরীফ গোপনে তাদের স্নানের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে। বিষয়টি মেয়েদের পরিবারের লোকজন জানতে পেরে ঘটনার প্রতিবাদ ও গ্রামের মুরুব্বীদের কাছে নালিশ প্রদান করে। নালিশ করার বিষয়টি শরীফ ও হুমায়ুন জানতে পেরে ক্ষীপ্ত হয়ে অর্ধ শতাধিক লোকজন নিয়ে অমল ও বিমলের বাড়ী-ঘরে হামলা চালায়। অতর্কিত হামলায় নারী-পুরুষ সহ অনেকেই গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিলেটের ওসমানীগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানানো হয়।